ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

সাবায় ১১৪৮টি হাতির দাঁত ও ৫ টন বনরুই আঁশ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
সাবায় ১১৪৮টি হাতির দাঁত ও ৫ টন বনরুই আঁশ জব্দ মালয়েশিয়ায় আটক হাতির দাঁত ও বন রুই আাঁশ এর একাংশ

ঢাকা: হাতির ১১৪৮ টি দাঁত ও বন রুই এর পাঁচ টন আঁশ আটক করেছে মালয়েশিয়ান বোর্নিওর সাবাহ কাস্টমস। এগুলোর বাজার মূল্য প্রায় ৮০.৫ মিলিয়ন রিঙ্গিত (১ রিঙ্গিত ১৮ টাকা)।

আফ্রিকা থেকে আসা এসব দাঁত ও আঁশ সেপাঙ্গর বন্দর হয়ে চীনে যাচ্ছিলো। চীনে ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে এসব দাঁত আর আঁশ এর ব্যাপক চাহিদা রয়েছে।

রয়াল মালয়েশিয়ান কাস্টম মহাপরিচালক দাতো সুব্রোমনিয়াম শনিবার (৯ সেপ্টেম্বর) বলেন, সেপানগর বে কনটেইনার পোর্ট থেকে গত ২৯ আগস্ট সাবাহ কাস্টমস এগুলো আটক করে।

আটক করা হাতির দাঁতের ওজন প্রায় ৩ জন। যার বাজার মূল্য প্রায় ৯.৯ মিলিয়ন রিঙ্গিত। আর আটক করা বনরুই আঁশ এর বাজার মূল্য প্রায় ৭০.৬ মিলিয়ন রিঙ্গিত।

পাচারে জড়িত সন্দেহে ৪৩ বছর বয়সী এক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তার ৩ বছর জেল ও আটক পণ্যের মোট মূল্যের ১০ থেকে ২০ গুণ জরিমানা হতে পারে।

এর আগে গত ২৯ জুলাই সেপাঙ্গর বে পোর্ট থেকে একশ’ মিলিয়ন রিঙ্গিত মূল্যের বনরুই  আঁশ জব্দ করেছিলো সাবাহ কাস্টমস।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ