ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লেগুনা থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
লেগুনা থেকে ছিটকে পড়ে স্কুলছাত্রী নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে লেগুনা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে (১৪) দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে মেঘনা ধনাগোদা বেড়িবাঁধের লালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মুক্তা ষাটনল রঙ্গুখার কান্দি গ্রামের রিকশাচালক আয়েত আলীর মেয়ে এবং শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লালপুর বেড়িবাঁধে লেগুনা থেকে নামার সময় মুক্তা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এদিকে মুক্তার মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও শরীফ উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ি চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।