ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

৩ প্রকল্প বাস্তবায়ন হলে ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে: শিল্প উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
৩ প্রকল্প বাস্তবায়ন হলে ২ লাখ মানুষের কর্মসংস্থান হবে: শিল্প উপদেষ্টা প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

ঢাকা: মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিসিকের তিনটি প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপি বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বাড়বে এবং প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  

মঙ্গলবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস্তবায়নাধীন ৩টি চলমান প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


 
এ সময় তিনি চলমান ৩টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশনা দেন।

শিল্প উপদেষ্টা বলেন, শিল্পখাতের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বিসিকের প্রকল্প ৩টি বাস্তবায়িত হলে পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল গোডাউনসহ স্থায়ীভাবে নির্দিষ্ট স্থানে স্থানান্তর, প্লাস্টিক কারখানাসমূহ এবং আরামবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মুদ্রণ শিল্পসমূহ পরিবেশবান্ধব নিরাপদ স্থানে স্থানান্তরিত করা সম্ভব হবে। ফলে এই ৩টি শিল্প খাতের উদ্যোক্তাদের কর্ম পরিবেশ উন্নত হবে, জিডিপি বৃদ্ধিসহ দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।  

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।