ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মসলায় রং মেশানোর অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মসলায় রং মেশানোর অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা

মৌলভীবাজার: খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সে লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) তদারকি অভিযানে শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মসলার মিলে রং পাওয়া যাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, মিল মালিকদের সঙ্গে কথা বললে মসলার সঙ্গে রং মেশানোর বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে তারা স্বীকার করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিমকে মসলার মিল মালিকরা জানান, শ্রীমঙ্গলে প্রায় সব মসলার মিলে নিম্নমানের মরিচের সঙ্গে রং মিশ্রণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত রং মসলাতে মিশ্রণের অপরাধে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মসলার মিলকে ২০ হাজার টাকা ও নতুন বাজারে অবস্থিত মাসুম মসলার মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া শ্রীমঙ্গলে সব মসলার মিল মালিকদের মঙ্গলবার (৬ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।