নীলফামারী: নীলফামারীর ডোমারে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধর করার ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেককে পরিষদের ভেতর ঢুকে মারধর; এমনকি হুমকি দেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত প্রার্থী আতাউর রহমান সাজুসহ কয়েকজন। এ সময় তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা করেন মারধরের শিকার ইউপি সদস্য আব্দুল খালেক। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে রেলস্টেশন বাজার এলাকা থেকে সাজুকে গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএ