ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে পালিত

সুনামগঞ্জ: ৬ ডিসেম্বর নানান কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জ হানাদার মুক্ত দিবসে পালিত হয়েছে।

মঙ্গলবার (০৬ ডিসম্বের) সকালে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

পরে বিশাল শোভা যাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে মিলিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহ্ছান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত, তাহিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের কৃষি সমবায় সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুলসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।