রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন- রাজশাহী মেট্রোপলিপটন পুলিশ পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
কার্যক্রম পরিদর্শনের সময় সিটি মেয়র রাজশাহী মহাগরীর নিরাপত্তা রক্ষায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনারের গৃহীত সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার।
এছাড়া আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এসএস/এসএ