ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
পুলিশের সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা!

ঢাকা: কুমিল্লার তিতাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে জহির মোল্লা (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জহির মোল্লাকে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, জহির মোল্লার মৃত্যুর বিষয়টি তিতাস থানাকে অবগত করা হয়েছে।

নিহত জহির মোল্লা কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি রাজধানীর শনির আখড়ায় থাকতেন এবং ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

নিহতের ভাগিনা আব্দুল হান্নান জানান, গ্রামের সাবেক মেম্বার সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আজ বেলা ৩টার দিকে বাসার সামনে জমি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে। পুলিশের সামনেই জহির মোল্লাকে ধরে নিয়ে সাইফুল ইসলাম তার সাঙ্গোপাঙ্গ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরেই তিনি মারা যান।

পরিবারসূত্রে জানা যায়, জহির একজনের কাছ থেকে জমি কিনেছেন। সেই জমি আবার সাবেক মেম্বার সাইফুল ইসলাম বেশি টাকা দিয়ে মালিকের কাছ থেকে জোর করে কিনে নেন। এ নিয়েই মূলত বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাস জানান, দীর্ঘদিন যাবত সাইফুল ইসলামদের সঙ্গে জহিরদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পরে আজ দুপুরে ঝগড়াঝাটি হচ্ছে- এমন সংবাদে পুলিশ সেখানে যায়। এক পর্যায়ে হঠাৎ সাইফুলের লোকজন জহিরের ওপর হামলা করে বসে।

এই হামলার বিষয়ে পুলিশ আসামিদের ধরতে কাজ করছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।