ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে কাভার্ডভ্যানচাপায় নিহত ৫: চালক-হেলপার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
মণিরামপুরে কাভার্ডভ্যানচাপায় নিহত ৫: চালক-হেলপার আটক

যশোর: যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান চাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন (২৩) ও হেলপার আনোয়ার হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা শহর থেকে তাদের আটক করে মণিরামপুর থানা পুলিশ।

আটক চালক আলমগীর কবির নেত্রকোনা জেলার মোবারকপুর উপজেলার আটপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে ও হেলপার আনোয়ার হোসেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধ্যাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ২ ডিসেম্বর সকাল ৮টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান বেগারিতলায় পাঁচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আটক করে যশোরের মণিরামপুর থানায় নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।