ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে কিশোর গ্যাংসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
মতলবে কিশোর গ্যাংসহ আটক ১০

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদককারবারি ও কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ছয়জনসহ ১০ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে উপজেলায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বেলতলী এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৩৪ ফিল্টার এবং একটি মোটরসাইকেল জব্দ এবং চার মাদককারবারিকে আটক করা হয়। এছাড়া উপজেলার অন্যান্য এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ছয় কিশোরকে আটক করে যৌথবাহিনী।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক ছয়জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের অভিভাবেকর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। আর মাদকসহ আটক চার কারবারির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।