ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মহান বিজয় দিবস উপলক্ষে আরএমপির ক্রীড়া প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৭, ডিসেম্বর ৮, ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে আরএমপির ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী: মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বুধবার (৭ ডিসেম্বর)।

ওই দিন বিকেলে রাজশাহী পুলিশ লাইনস মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

এরপর পুলিশ লাইনস মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, কাবাডি, দাবা, ক্যারামবোর্ড ও পুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কঠোর শারীরিক চাপের পাশাপাশি মানসিক চাপও বহন করতে হয়। তাই এই ধরনের খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে নতুনভাবে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে, নতুনভাবে উদ্দীপ্ত করে। তাই মাঝেমধ্যেই খেলাধুলার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যরা নব উদ্যমে তাদের কাজকর্মে মনোনিবেশ করতে পারবে।

এ সময় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার।

এছাড়া আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সাধারণ পুলিশ সদস্যরা খেলাধুলায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।