ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রেলের মহাপরিচালক হলেন কামরুল আহসান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
রেলের মহাপরিচালক হলেন কামরুল আহসান 

ঢাকা: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে  নিয়োগ পেয়েছেন কামরুল আহসান । আগামী ১১ ডিসেম্বর থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত এক আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।  

বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।

এদিকে, ১১ ডিসেম্বর থেকে বর্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১৪১৩, ০৮ ডিসেম্বর  
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।