ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএনপি কার্যালয়ের সামনে অলস বসে আছেন রিকশাচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
বিএনপি কার্যালয়ের সামনে অলস বসে আছেন রিকশাচালকরা ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অলস বসে আছেন রিকশাচালকরা। বুধবার কার্যালয়ের সামনে সংঘর্ষের পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সারাদিন বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের তেমন আনাগোনা ছিলে না।

যাত্রীর অপেক্ষায় কিংবা নিজ দলের সমর্থনে অনেক যাত্রীর অপেক্ষায় অলস বসে আছেন। প্রায় অর্ধশতাধিক চালক তাদের রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন বিএনপি কার্যালয়ের রাস্তার দু'ধারে।

বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব চিত্র উঠে এসেছে।

বিএনপি দিনাজপুর জেলার চিরির বন্দরের বাসিন্দা আফিল উদ্দিনের সঙ্গে কথা হয় বাংলানিউজের এ প্রতিবেদকের সঙ্গে।

প্রথমে কথা বলতে না চাইলেও পরে তিনি বলেন, সারাদিন কোনো ভাড়া হয়নি। মাত্র ১৮০ টাকা আয় হয়েছে, রিকশার মহাজনের টাকাও উঠবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সমর্থন করলেও ভয়ে তো বলতে পারি না। পার্টি অফিসে দেখতে আইছি কি অবস্থা। ভাড়াও নেই, বসে আছি।

জামালপুর ইসলামপুরের বাসিন্দা নুরুরজ্জামান ঢাকায় রিকশা চালান কয়েক বছর ধরে। তিনি জানান, এ রকম আতঙ্ক কমই দেখেছি আগে। রাস্তায় কোনো লোকজন নেই।

যদিও রিকশাচালক নুরুজ্জামান জানান তিনি নৌকায় ভোট দেন। এরপরে রাস্তায় বিএনপি কর্মী কেমন দেখেছেন জানতে চাইলে বলেন, তেমন কোনো বিএনপির লোকজন দেখছি না। সারাদিন ২০০ টাকাও আয় হয়নি, চালানই উঠবে না।

নয়া পল্টনের আশেপাশে সিগারেট বিক্রি করেন সুরুজ মিয়া। পোস্তগোলা এলাকার বাসিন্দা এ সিগারেট বিক্রেতা বলেন, তেমন কোনো বেচাকেনাও হয়নি। রাস্তায় মানুষজনও নেই। বিএনপি কর্মীরা যেমন নেই, আতঙ্কে সাধারণ মানুষও রাস্তায় নামেনি।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।