ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
সাভারে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

সাভার (ঢাকা): ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পরাজয়ের পর খেলা নিয়ে দ্বন্দ্বে সাভারে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে সাভারের ডগড়মোরা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। তবে হত্যাকারীকে এখনবধি শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত যুবকের নাম মো. হাসান মিয়া (২০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর থানা কৈলাক সিদ্দিকুর রহমান ছেলে৷ সাভারের ডগড়মোরা এলাকায় ভাড়া থাকতেন। সেখানে মনিরের জুতার কারখানায় কাজ করতেন তিনি।  

প্রতক্ষদর্শী নৈশপ্রহরী ফুল মিয়া বলেন, গতকাল খাদিজ স্টোর নামে চায়ের দোকানে খেলা দেখছিল সবাই। রাতে ১২ টার দিকে খেলা শেষ হয়। খেলা শেষে হঠাৎ করে মারামারি বাধে। পরে মুরুব্বিরা ছাড়িয়ে দিলে জুতার কারখানার গলির ভেতরে নিয়ে হাসানকে ছুরিকাঘাত করে। হাসান ব্রাজিলের সাপোর্টার শুনছি। যারা মেরেছে তাদের সবাই ছোটো ছোটো ছেলে। কাউকে চিনি না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ জানান, ব্রাজিলের খেলা শেষে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে হাসানকে ছুরিকাঘাত করেন অজ্ঞাত দুর্বৃত্ত। এসময় হাসানের বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা করে দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।  

বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এনাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, হাসানকে রাত পৌনে ১২টার দিকে তাদের হাসাপাতালে আনা হয়। হাসানের কোমরে দুটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। তার সাথে কয়েকজন বন্ধু এসেছিল।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এসএফ/এসএএইচ


 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।