ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ 

ঢাকা: বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সতর্কতার অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।  

শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়।

দুই মোড়েই ব্যারিকেড দিয়ে সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  

নয়া পল্টনমুখী নাইটিঙ্গেল মোড়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বাড়তি পুলিশ দেখা গেছে। রায়ট কার, জলকামান এবং বিপুল সংখ্যক সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।

গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ করে অবস্থান সরাতে গেলে বিএনপি-পুলিশ সংঘর্ষের দিনও এই এলাকা পুলিশের নিয়ন্ত্রণে ছিল।  

ঢাকা বিভাগীয় গণসমাবেশের দিনও সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল সাড়ে ৯টা থেকে নাইটিঙ্গেল মোড়ে দুই দফায় যুবলীগকে মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে।  

এ সময় যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন জানান, বিএনপি সন্ত্রাসীরা যেন জ্বালাও-পোড়াও, ভাঙচুর না করতে পারে সেজন্য তারা সতর্ক আছেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
এমআইএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।