ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জামালপুরে ৫ নারী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জামালপুরে ৫ নারী 

জামালপুর: ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ -এ প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এতে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ইসলামপুর উপজেলার পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা।

এছাড়া সমাজ উন্নয়নে বকশীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, অর্থনৈতিকভাবে সাফল্যে শাকিলা আশরাফ, সফল জননী অবিরন নেছা, নির্যাতন প্রতিরোধে ফাতেমা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক (ডিসি) শ্রাবস্তী রায় জয়িতাদের হাতে সনদ ও পুরস্কার দেন।

সভায় অতিরিক্তি জেলা প্রশাসক মোখলেছুর রহমান সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমানারা হেনা, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।  

বক্তারা নারী জাগরণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মমুখী শিক্ষা নেওয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।