ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
গাইবান্ধা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধসহ সেবার মান বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল সড়কে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদেরর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, সদস্য সচিব মনজুরুল আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ নেতা কমরেড গোলাম রব্বানী প্রমুখ 

বক্তারা, জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, পর্যাপ্ত ঔষধ, পরীক্ষা নিরীক্ষা ও অপারেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।