ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জলাশয়ে মিললো নিখোঁজ শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
জলাশয়ে মিললো নিখোঁজ শ্রমিকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজের পরদিন শহিদুল ইসলাম (৪০) নামে এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম এনায়েতপুর গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, সকালে জলাশয়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাতে ওসি আরও বলেন, ১৪ বছর আগে একই থানার আজুগড়া গ্রামের আজমিরা খাতুনের সঙ্গে বিয়ে হয় শহিদুল ইসলামের। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান ছিলেন। এ কারণে পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেন তিনি। এরপর গত ১২ ডিসেম্বর রাতে তিনি নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জলাশয়ে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের দুটি চিহ্ন রয়েছে।  

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

নিহতের শ্বশুর নায়েব আলী দাবি করে বলেন, পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।