ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফারদিনের ‘আত্মহত্যার’ আলামত দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
ফারদিনের ‘আত্মহত্যার’ আলামত দেখতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা ফারদিন (ফাইল ছবি)

ঢাকা বিশ্ববিদ্যালয়: বুয়েট শিক্ষার্থী ফারদিনের আত্মহত্যার আলামত দেখতে ডিবি কার্যালয়ে যাচ্ছেন তার সহপাঠী, সিনিয়র ও জুনিয়রসহ ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা ডিবি কার্যালয়ের দিকে রওনা দেন।

 

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করে থাকতে পারেন। বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে তারা এরকম ধারণা করছেন বলে জানান তিনি।  

এদিকে ডিবি প্রধানের বক্তব্য মানতে নারাজ ফারদিনের সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা। ডিবি প্রধানের বক্তব্যের প্রতিবাদে ও হত্যাকাণ্ডের তদন্তে বর্তমান পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বুয়েট শহীদ মিনারে বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করার ঘোষণা দেওয়া হয়।  

বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আত্মহত্যার আলামত দেখতে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। তাই তারা আজকের প্রতিবাদ সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ডিবি কার্যালয় থেকে ফেরার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা।  

এ বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষার্থী তাহমিদ হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবারের প্রতিবাদ সমাবেশ ঘোষণা করার পর আমাদের সঙ্গে ডিবি কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। তারা আমাদেরকে কার্যালয়ে গিয়ে তদন্ত রিপোর্ট ও আলামতগুলো দেখতে বলেন। তাই আমরা সমাবেশ স্থগিত করে ডিবি কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ওখান থেকে বের হওয়ার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসকেবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।