ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাধবপুরে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
মাধবপুরে বাসচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত  ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।


 
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- উপজেলার বেজুড়া গ্রামের অটোরিকশা চালক নয়ন মিয়া ও যাত্রী পিয়াইম গ্রামের ফটিক মিয়া।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের বাসের চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় চালক নয়নকে স্থানীয় তিতাস হাসপাতালে ও যাত্রী ফটিক মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।