ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ডাম্প ট্রাকের চালককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
গজারিয়ায় ডাম্প ট্রাকের চালককে জরিমানা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রোড পারমিট না থাকায় এবং ত্রিপল ছাড়া বালু পরিবহন করায় একটি ডাম্প ট্রাকের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী এ জরিমানা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ডাম্প ট্রাক চালিয়ে আসছিলেন হালিম মিয়া নামে এক ব্যক্তি। ট্রাকটির রোড পারমিটও নেই। এছাড়া ত্রিপল দিয়ে না ঢেকেই বালু পরিবহন করছিলেন তিনি। এতে বালু উড়ে পরিবেশ দূষণ হচ্ছিল। এসব অপরাধে চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।