ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জাজিরায় বোমা বিস্ফোরণ, যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
জাজিরায় বোমা বিস্ফোরণ, যুবক আহত

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় নিজ বাড়িতে হাত বোমা তৈরির করতে গিয়ে বিস্ফোরণে ইমরান খালাসী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।  

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চরধুপুরিয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

 

রাত ১০টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

আহত ইমরান ওই এলাকার শামসু খালাসীর ছেলে।  

জানা গেছে, ইমরান দুপুরে নিজ বাড়িতে হাত বোমা তৈরি করতে গিয়ে গুরুতর আহত হন। বোমা বিস্ফোরিত হয়ে ঘরের টিনের চালাও উড়ে গেছে।
 
ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে ইমরান পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে- ইমরান আগামী ২৯ ডিসেম্বর পার্শ্ববর্তী মূলনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখেই বোমা তৈরি করছিলেন ইমরান। এ ঘটনায় বিষ্ফোরক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।