বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার দুইটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই বিক্রেতাকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় ওয়াইবট ম্রো (৪৫) নামে এক যুবককে আলীকদমের আমতলী পূর্বপালং পাড়া থেকে ১৩৯০টি ইয়াবাসহ এবং ইয়াং ওয়াই ম্রো (৩০) নামে আরেক যুবককে আলী বাজার এলাকা থেকে ৯২৫ গ্রাম গাঁজাসহ আটক করে আলীকদম জোন ৩১ বীরের সেনা সদস্যরা।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে আলীকদমের আমতলী এলাকা ও আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, দুই মাদকবিক্রেতা পাচারের উদ্দেশে ইয়াবা ও গাঁজা নিয়ে আমতলী ও আলী বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকাগুলোতে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। এসময় অভিযানে ওয়াইবট ম্রো এর কাছ থেকে ১৩৯০টি ইয়াবা বড়ি এবং ইয়াং ওয়াই ম্রো এর কাছ থেকে ৯২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে বিকেল সাড়ে ৩টায় মাদকসহ আটকদের আলীকদম পুলিশের কাছে হস্তান্তর করে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, দুই মাদকবিক্রেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএ