ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ চোর আটক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ চোর আটক

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১নং গেইট থেকে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মো. মাহাবুব শেখ (২৭)। তিনি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শুকুর আলী শেখের ছেলে। মাহাবুব ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এদিন ভোরে কেন্দ্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

আটকের সময় মাহবুবের কাছ থেকে চুরি হওয়া ২৫ কেজি তামার তার উদ্ধার করা হয়।

খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধার করা মালামাল ও চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গেল আট মাসে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ২৯ জন চোরকে আটক করেছে এবং প্রায় ৫০ লাখ টাকার চোরাই মালামার উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।