ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

জুয়া খেলার দায়ে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
জুয়া খেলার দায়ে ছাত্রলীগ নেতাসহ কারাগারে ৫ প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার অপরাধে ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) জুয়া খেলার সময় ১২ হাজার ৮১০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- রনচন্ডি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন, রুহুল আমিন, এনামুল হক, আতিয়ার রহমান ও আব্দুর রাজ্জাক। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ উপজেলায়।

পুলিশ জানায়, উপজেলার খামার গাড়াগ্রাম এলাকার রুহুল আমিনের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনকে আটক করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। সমাজবিরোধী কাজে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।