ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
কিশোরগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম পরাশরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দে-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

আটক মাদক বিক্রেতারা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিউর এলাকার মৃত কালাচান প্রামাণিকের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৮) ও একই উপজেলার নিশ্চিন্তপুর-কাঠবাগান এলাকার মো. আজগর সিকদারের ছেলে মো. সজীব (২০)।  

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় গাঁজা বেচা-কেনা করে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে পুলিশ সদস্যরা উপজেলার পূর্ব অষ্টগ্রাম পরাশরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাহাঙ্গীর ও সজীবকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ প্রসঙ্গে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বাংলানিউজকে জানান, অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।