ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
গাবতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে সড়ক দুর্ঘটনায় নাজমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া সিএনজিচালক খোরশেদ মোল্লা জানান, এ সময় তিনি ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থলের লোকজনের অনুরোধে তাকে সিএনজিতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরও জানান, আহত থাকা অবস্থায় ওই নারীর কাছ থেকে জানা গেছে তার নাম নাজমা বেগম। আর কিছু জানাতে পারেননি। তবে নাজমাকে দেখে মনে হয়েছে ভবঘুরে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। যিনি মারা গেছেন তিনি ভবঘুরে হতে পারেন। তবে কোন যানবাহনের ধাক্কায় মারা গেছেন বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।