মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অভিযান চালিয়ে একটি বেকারি ও দু’টি প্রসাধনীর দোকানকে জরিমানা করেছে মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে শিবচরের পাঁচ্চরে এ অভিযান চালানো হয়।
অভিযানে একটি বেকারিতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়। এছাড়া প্রসাধনীর দু’টি দোকানে নিষিদ্ধ বিদেশি পণ্য এবং পরিবেশকের স্টিকার ছাড়া পণ্য পাওয়া যায়। এসব অপরাধে এ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় একটি বেকারির মালিক মো.আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রসাধনীর দুই দোকানকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, জনস্বার্থে নিয়মিত আমাদের অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ৫১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআই