ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে ভাড়া লাগবে না মুক্তিযোদ্ধাদের

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
মেট্রোরেলে ভাড়া লাগবে না মুক্তিযোদ্ধাদের

ঢাকা: মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেই মাহেন্দ্রক্ষণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মেট্রোরেলে যাতায়াত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না।

প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্যও নানা সুযোগ-সুবিধা থাকছে এই আধুনিক পরিবাহন সেবায়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে আরেকটি পালক সংযোজিত করতে পারলাম। ’

জানা গেছে, মেট্রোতে নারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। একইসঙ্গে অন্য কোচেও যাতায়াত করতে পারবেন নারীরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।