ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
ঘন কুয়াশায় যানবাহন চলাচল ব্যাহত

মাদারীপুর: ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত থেকেই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে।

জেলার নদ-নদীর অববাহিকা ঢাকা পড়েছে গাঢ় কুয়াশায়।  

কুয়াশার মাত্রা বেশি থাকায় সামান্য দূরত্বও অস্পষ্ট। ফলে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর থেকে জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।  

ঘন কুয়াশার পাশাপাশি শীতের মাত্রাও বেড়েছে। স্থানীয় হাট-বাজারগুলোতে সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি কম। এ অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

এদিকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে বলে জানা গেছে।  

শিবচর হাইওয়ে থানা সূত্র জানিয়েছে,'ভোরের দিকে কুয়াশা একটু কম থাকলেও সকাল ৮টার দিকে কুয়াশার মাত্রা বেড়েছে। মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। সকাল থেকে যানবাহনের সংখ্যা অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে। এদিকে হাইওয়ে পুলিশের টিম মহাসড়কে দায়িত্বরত রয়েছে।

পদ্মাসেতু দক্ষিণ থানা সূত্র জানিয়েছে,'রাত থেকেই ঘন কুয়াশা রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ কারণে সেতুতে যানবাহন চলাচলে ধীরগতি রয়েছে।  

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, 'কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। হাইওয়ে পুলিশের টিম দায়িত্বরত রয়েছে। '

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।