পাথরঘাটা (বরগুনা): ভিক্ষুক পুনর্বাসনের কার্যক্রমের আওতায় বরগুনার পাথরঘাটায় ৪১ ভিক্ষুককে গবাদি পশু ও ভারতের কারাগারে থাকা ১৭ জেলে পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে বরগুনা জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এসব বিতরণ করেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সঞ্জয় কুমার, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী প্রমুখ।
সেখানে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও ভিক্ষুকমুক্ত করা। তারই ধারাবাহিকতায় বরগুনার পাথরঘাটায় ভিক্ষুকদের মাঝে গবাদি পশু বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এফআর