ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে লিফটের গর্তের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
চাঁদপুরে লিফটের গর্তের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নির্মাণাধীন ভবনের লিফটের গর্তের পানিতে ডুবে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমির হোসেন উপজেলার দোয়াভাঙা এলাকায় টামটা উত্তর ইউনিয়নের কুলশী গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃদ্ধের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, জামাতা সেনগাঁও গ্রামের প্রবাসী শরীফ হোসেনের নির্মাণাধীন ৪ তলা ভবনের কাজের দেখভাল করতেন আমির হোসেন। ঘটনার দিন কোনো এক সময় তিনি ওই ভবনের লিফটের গর্তে পড়ে যান। ওই সময় আশপাশের কেউ বিষয়টি দেখেনি। গর্তের পানিতে ডুবে যান আমির। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে। এরপর শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।