ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিগগির সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু প্রকল্পের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
শিগগির সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু প্রকল্পের কাজ শুরু

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-নেত্রকোনা শেখ হাসিনা উড়াল সেতু প্রকল্পের কাজ শিগগির শুরু হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করেছেন।

তাই দেশে এখন মেট্রোরেলে চলছে বলেও মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলার ধর্মপাশা উপজেলা লংকাপাথারিয়া, বানরশিপুর ভায়া রাজাপুর সড়ক নির্মাণের কাজের উদ্ভোধন শেষে তিনি এ সব কথা বলেন।

এমপি রতন আরও বলেন, গত বন্যায় উপজেলার গুরত্বপূর্ণ রাস্তা ভেঙ্গে গেছে, সেই সকল রাস্তা অচিরেই নির্মাণ করা হবে। পাশাপাশি ফসল রক্ষা বাঁধের কাজ সঠিক ভাবে সম্পন্ন করতে হবে বলে হুশিয়ার করেন।
 
এ সময় এলজিইডি উড়াল সেতুর প্রকল্প পরিচালক গোলাম মৌলা, সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডে উপ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, উপজেলা আওয়ামী লীগের বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটনসহ সরকারি, বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।