ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থানচিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
থানচিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পর্যটকের

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় ঘুরতে এসে ট্রাকের ধাক্কায় জয় রাজ দাশ (২২) নামে এক পর্যটক মারা গেছেন। তিনি চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া মহাজন বটতল এলাকার অমল দাশের ছেলে ও চুইডিস পলিটেকনিক ইনস্টিটিউটের অটো মোবাইল শাখার ৩য় বর্ষের ছাত্র।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান থানচি সড়কের বিদ্যামনি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতের বন্ধু মো. মনির জানান, চট্টগ্রাম থেকে তারা কয়েকজন মোটরসাইকেল নিয়ে বান্দরবান সদর হয়ে থানচি যাওয়ার পথে বিদ্যামনি পাড়া এলাকায় পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি কাঠবোঝাই  ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে জয় রাজ দাশ গুরুতর আহত হয়। পরে বাকি বন্ধুরা পুলিশের সহায়তায় তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. দিদারুল আলম জানান, ৪টার সময় মৃত অবস্থায় জয় রাজ দাশ নামে একজনকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক কারিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে , ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থানেওয়া হবে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করতে থানচি থানা পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।