ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
লক্ষ্মীপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ১২০ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে সুতারগোপ্টা মানবকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে কম্বল পেয়ে হাসি ফুটেছে তাদের মধ্যে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।  

সুতারগোপ্টা বাজারের ব্যবসায়ী নুরুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী তালুকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।