ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই বছর পর বাংলাদেশ-ভারতের পঞ্চম রেলপথ বসানোর কাজ শুরু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
দুই বছর পর বাংলাদেশ-ভারতের পঞ্চম রেলপথ বসানোর কাজ শুরু

নীলফামারী: দুই বছর বন্ধ থাকার পর ফের শুরু হলো বাংলাদেশ ও ভারতের পঞ্চম রেলপথ বসানোর কাজ। জমি অধিগ্রহণের বাধা থাকা গত দুই বছর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথের চিলাহাটি রেল ষ্টেশনের কাজ বন্ধ ছিল।

জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের নোটিশ দেওয়ার পর রেলওয়ের লুপলাইন লাইন বসানোর কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রেলপথ নির্মাণের জন্য জনপ্রয়োজন ও জনস্বার্থমূলক উদ্দেশ্যে সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইনে ২ দশমিক ৮ একর জমির সতের মালিকের হাতে ৪ ধারা নোটিশ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাসট্রাকচার। তারপরই আনুষ্ঠানিকভাবে রেলওয়ের লুপলাইন লাইন বসানোর কাজ শুরু হয়।

কাজ শুরুর আনুষ্ঠানিকতায় অংশ নেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহিম ও অিধিগ্রহণকৃত জমির ১৭ মালিক।

২০১৯ সালের ২১ সেপ্টেম্বর বাংলাদেশের মোংলা পোর্ট হয়ে ভারতের উত্তরপূর্ব অংশ নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় যোগাযোগ অবকাঠামো মনোন্নয়নের মাধ্যমে বাণিজ্যিক সুবিধা জোরদারের লক্ষ্যে ডোমার উপজেলার চিলাহাটি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রেলওয়ের কাজ শুরু হয়।

স্টেশনটি আন্তর্জাতিক মানে রূপান্তর করার লক্ষ্যে রেল বিভাগ নানা প্রকল্পের কাজ শুরু করে। জমি অধিগ্রহণ না হওয়ায় ২০২০ থেকে স্টেশনের সব কাজ বন্ধ থাকে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী ডিভিশনের প্রকৌশলী-২ প্রকল্প পরিচালক আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করে বলেন, রেলপথ উন্নয়নে আর কোনো বাধা নেই। দ্রুত কাজ শেষ করা যাবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।