ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে ৩ দিনের কমরেড মণি সিংহ মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
দুর্গাপুরে ৩ দিনের কমরেড মণি সিংহ মেলা

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনের কমরেড মণি সিংহ মেলা শুরু হয়েছে। কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন।

 

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টংক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সাত দিনের এ মেলার উদ্বোধন করেন মনি সিংহ মেলার আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারি। মেলা চলবে আগামী ০৬ জানুয়ারি পর্যন্ত। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কমেরেড মণি সিংহ স্মরণে শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।  

সাতদিনের মেলায় বীর মুক্তিযোদ্ধা, জাতীয় রাজনৈতিক নেতারা, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে বিভিন্ন পণ্য নিয়ে মেলায় ৩ শতাধিক স্টল বসেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।