সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাইতুন নেছা (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানাধীন মুন্সিপাড়া গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাইতুন নেছা আশুলিয়া থানার মুন্সিপাড়ার গৌরিপুর এলাকার মো. সদর আলীর স্ত্রী।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ডিবি পুলিশের এএসআই সুলতান মাহমুদ সঙ্গীয় এসআই মোহাম্মদ শাহাদাত ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। এ সময় সময় গোপন সংবাদের ভিত্ততে জানতে পেরে আশুলিয়ার মুন্সিপাড়া গৌরীপুর এলাকা অভিযান চালিয়ে হাইতুন নেছাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসএফ/এসএম