ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাহিজ, সম্পাদক প্রদীপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাহিজ, সম্পাদক প্রদীপ মোহাম্মদ নাহিজ ও প্রদীপ দাশ সাগর

হবিগঞ্জ: হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ সভাপতি ও যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ক্লাবের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ০১ জানুয়ারি থেকে নতুন এই কমিটি দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য নেতারা হলেন- সহ-সভাপতি সফিকুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর উদ্দিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ সেলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী, সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, মো. নূরুল হক কবির, এসএম সুরুজ আলী, আনিসুজ্জামান রতন, পদাধিকারবলে সদস্য রাসেল চৌধুরী ও রাশেদ আহমদ খান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।