ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুজায়েল আহমদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত ফুজায়েল ওই উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের সৈয়দ আলীর ছেলে।  

জানা গেছে, বিকেলে ফুজায়েল গোসলের জন্য হিটার (পানি গরমের মেশিন) দিয়ে নিজ ঘরের বিদ্যুতের সহায়তায় পানি গরম করছিল। এ সময় পানি গরম হয়েছে কিনা তা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ