ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি: পিটার হাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
বাংলাদেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দইয়ের স্বাদ নিয়েছি: পিটার হাস ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকা: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এই দেশে বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি দই পর্যন্ত হরেক খাবারের স্বাদ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

রোববার (১ জানুয়ারি) নববর্ষের শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।

পিটার হাস বলেন, আপনাদের অসাধারণ এই দেশটিতে আমার প্রথম বছরে সুশীল সমাজ প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী, সব দলের রাজনীতিবিদ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে কর্মরত আমাদের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।

তিনি আরও বলেন, আপনাদের উষ্ণতম আতিথেয়তার জন্যও আমি কৃতজ্ঞ এবং আমি বিরিয়ানি থেকে শুরু মিষ্টি দই পর্যন্ত হরেক রকম খাবারের স্বাদ উপভোগ করেছি। নতুন বছরে আমরা আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ হয়ে আছি। যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায়ের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নববর্ষের শুভেচ্ছা।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।