ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বাকপ্রতিবন্ধীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বাকপ্রতিবন্ধীর

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন জাকারিয়া (৩৫)। তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের বাসিন্দা। আরেকজনের নাম মির্জু (৩৬)। তিনি বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, দুই যুবক রেললাইন পার হচ্ছিলেন। এসময় কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী ট্রেনে কাটা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবক মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা রেল পুলিশের দায়িত্ব। তাদের খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তারা দুইজনই বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে ট্রেনের হর্ণের আওয়াজ শুনতে পায়নি। এর ফলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।