ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর: ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কয়েকজন গ্রামবাসী জানান, জগনাথদী গ্রামের দুটি গ্রাম্য দল রয়েছে। এরমধ্যে একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিব চৌধুরী। অপর দলের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখ। গ্রাম্য দলাদলি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওলিয়ারের সমর্থক জাহিদ শেখ সজিব চৌধুরীর দলে যোগ দেন। একপর্যায়ে ঘটনাটি নিয়ে রোববার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  

এতে নয়ন চৌধুরী, সজিব চৌধুরী, রেজাউল চৌধুরী, মুন্নু চৌধুরী, সেলিম চৌধুরী, জাকির মাতুব্বর, মুরাদ চৌধুরী ও শহিদুল শেখসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদ চৌধুরী, নয়ন চৌধুরী ও রেজাউল চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।