ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
আমতলীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরগুনা: বরগুনার  আমতলী-পটুয়াখালী মহাসড়কের সিকদার বাড়ী নামক স্থানে সোমবার (২ জানুয়ারি) সকাল ছয়টার দিকে বাসের ধাক্কায় রাজু হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।  

নিহত রাজ হাওলাদার চাওড়া ইউনিয়নের উত্তর ঘটখালী গ্রামের মৃত ছলেমান হাওলাদারের ছেলে।

সোমবার সকালে সিকদার বাড়ি স্টান্ডের একটি মসজিদে ফজরের নামজ শেষে সড়ক পার হচ্ছিল।  

এ সময় পটুয়াখালী দিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাস তাকে ধক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।