ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মেহেরপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেরপুর: ‘দু'হাত রাঙাও বারুদে, প্রস্তুত থেকো, প্রস্তুত রেখো নিজেকে’ এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।

ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু। এছাড়াও সেখানে আরও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাবেদ সেনজির, সদস্য সচিব আফিরুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল হোসেন, সদস্য সচিব ফজলে রাব্বি, গাংনী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, মেহেরপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্য সচিব জার্জিস ইউসুফ রৌমিক, গাংনী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা ও সদস্য সচিব মো. শিশির।

এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সব ইউনিটের ছাত্রনেতা ও সাবেক ছাত্রদলের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।