ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
রাঙামাটিতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন

রাঙামাটি: শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন করা হয়েছে রাঙামাটিতে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চিংহ্লমং মারী স্টেডিয়ামে এটি উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে গেমস’র উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে এ সময় অন্যান্য নেতৃবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে দিনের বিভিন্ন সময়ে পুরুষ-নারী দল বিভক্ত হয়ে ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স এবং দাবা খেলা অনুষ্ঠিত হয়।

আগামীকাল বুধবার (৪ জানুয়ারি) প্রতিযোগিতার সমাপনী। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ অলিম্পিক গেমস।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।