ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে শীতকালিন বিভিন্ন পিঠা-পুলি প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দিনব্যাপী দৌলতপুর উপজেলার চন্দনা পাড়া এলাকার প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মো. মজনুল কবির পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার।

এসময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার দুস্থদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।