ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বনানীতে এক শ্রীলঙ্কানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
বনানীতে এক শ্রীলঙ্কানের মৃত্যু

ঢাকা: রাজধানীর বনানীর একটি বাসায় শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম চামিরা ওয়ানিগাসিং।

ওই ব্যক্তির বয়স ৪৮ বছর।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে পুলিশ মরদরহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হোসেন মানিক জানান, তিনি শ্রীলঙ্কা নাগরিক। বাংলাদেশ একটি বেসরকারি প্রতিষ্ঠানে ডেপুটি জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বনানী বি-ব্লকের, ৪ নম্বর রোডের ৯৩ নম্বর বাসায় থাকতেন। দুপুরে তার পরিচিতরাই বাসা থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে অসুস্থ্তাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এজেডএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।