ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

৭৪ চোরাই মোবাইলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
৭৪ চোরাই মোবাইলসহ আটক ৩ আটকরা

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে গুলিস্থান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আনোয়ার হোসেন (৪০), জয়নাল (২৮) ও তাজুল ইসলাম (৩৫)।

র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গুলিস্তান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল ফোন মজুদ, ক্রয়-বিক্রয় ও প্রদর্শনের দায়ে তিন জনকে আটক করা হয়েছে। তাদের কাছে ৭৪টি চোরাই মোবাইল পাওয়া যায়।

আটকরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।