ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ দিনের জন্য বেকারিটি বন্ধ করে দিল ভোক্তা অধিকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
৭ দিনের জন্য বেকারিটি বন্ধ করে দিল ভোক্তা অধিকার 

মেহেরপুর : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিপননসহ নানা অভিযোগ পাওয়ায় গাংনী উপজেলা শহরের ইনসাফ বেকারির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান।

এরইসঙ্গে বেকারিটি ৭ দিনের জন্য বন্ধ করে দিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে গাংনী উপজেলা শহরে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ইনসাফ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিভিন্ন অনিয়ম দেখা গেছে। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠান মালিকের ৫ হাজার টাকা জরিমানা ও ৭দিন কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।  

এসময় গাংনী উপজেলা স্যানেটারি ইনস্পেক্টর মশিউর রহমান ও গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়া‌রি ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।